বেসরকারী সংস্থা পল্লীশ্রী ও দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন, দীর্ঘদিন ধরে বাংলাদেশে বিশেষ করে উত্তর পশ্চিমাঞ্চলের জনগণের মানবাধিকার প্রতিষ্ঠা ও সহিংসতা প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এছাড়া দাতা সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন বাংলাদেশে বিভিন্ন আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যেমন- তথ্য অধিকার আইন, পারিবারিক সহিংসতা প্রতিরোধ ও সুরক্ষা আইন, হিন্দু উত্তরাধিকার আইন বাংলাদেশ এর খসড়া আইন এবং সহিংসতার শিকার ব্যক্তির ও সাক্ষীর সুরক্ষা খসড়া আইন। এরই ধারাবাহিকতায় পল্লীশ্রী ও মানুষের জন্য ফাউন্ডেশনের যৌথ উদ্যেগে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিদের নিয়ে গত ২০ ডিসেম্বর ২০২২ (মঙ্গলবার) সকাল ১১.০০ ঘটিকায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষ রংপুর এ “নারী ও কন্যা শিশুর” প্রতি সাম্প্রতিক নির্যাতন প্রেক্ষিত ঃ আইনী সহায়তা প্রাপ্তি বিশ্লেষন ও করনীয় শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে জনাব মোঃ শহীদুল ইসলাম, সিনিয়র জেলা ও দায়রা জজ, রংপুর বলেন, সময় উপযোগী এই ধরনের সেমিনার আয়োজন করে তাকে আমন্ত্রণ জানানোর জন্য পল্লীশ্রী এবং মানুষের জন্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। আমাদের একটি নির্দ্দিষ্ট সীমার মধ্যে থেকে কাজ করতে হয়। জেলায় জেলায় ভিক্টিম সার্পোট সেন্টার দরকার, সঠিক সাক্ষীর অভাবে বিচারের রায় বিলম্বিত হয়। আমরা মানবিক হই, নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করলে সমাজে এ সব মামলা কমে যাবে। এছাড়াও জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সাব জর্জ মোঃ মিনহাজুর রহমান বিভিন্ন মামলার আইনী পরামর্শ ও সহায়তার জন্য তার সাথে যোগাযোগ করতে বলেন।
সেমিনারটি সভাপ্রধান পল্লীশ্রীর নির্বাহী পরিচালক শামীম আরা বেগম বলেন, আইনের বিচার পাওয়ার অধিকার সবার আছে। কিন্তু আদালত, হাসপাতাল এবং পুলিশের মধ্যে সমন্বয়ের অভাবে সাধারন জনগণ সঠিক সময়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। বাদি এবং সাক্ষীর নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। সাগর রুনির মতো হত্যা মামলার বিচার এখনও শেষ হয়নি। এ থেকে বুঝা যায়, সাধারন জনগনের আদালতের সেবা প্রাপ্তির অবস্থা। মানুষের বিবেককে জাগ্রত করতে হবে। যার যার জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব সঠিক ভাবে পালন না করলে ন্যায় বিচার নিশ্চিত হবে না।
সেমিনারে শুভেচ্ছা বক্তব্য দেন পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার মোঃ সেলিম রেজা, সেমিনারটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন পল্লীশ্রী প্রোগ্রাম ম্যানেজার জেন্ডার জাস্টিস এন্ড ট্রেনিং শামসুন নাহার, সেমিনারের মূল প্র্রতিপাদ্য উপস্থাপন করেন মানুষের জন্য ফাউন্ডেশন এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর রুমা সুলতানা। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন পল্লীশ্রীর এইচআর ইনচার্জ শামিমা বেগম পপি, প্রসপেক্ট প্রজেক্টের প্রজেক্ট কো-অর্ডিনেটর মতিয়া বেগম মুক্তি প্রমুখ।