২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনাজপুর কেন্দ্রীয় শহীদমিনারে বেসরকারি উন্নয়ন সংগঠন পল্লীশ্রীর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়। দিবসের শুরুতেই সংস্থার প্রধান কার্যালয় সহ শাখা সমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়, জেলা ও উপজেলা প্রশাসন কতৃক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহন করা হয়। এছাড়াও সমৃদ্ধি কর্মসূচী ২ নং ফরক্কাবাদ ও ১২ নং রাজারামপুর ইউনিয়নের আওতায় ২০ ফেব্রুয়ারী শিক্ষা সহায়তা কেন্দ্রসমূহে একযোগে ২১ শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের সাথে দিবসের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।