+8802589924917 | +8801713491000 pollisree@yahoo.com
দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের প্রতিবেদন-২০২৩

দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদানের প্রতিবেদন-২০২৩

  • Category: News
  • Date 28-01-2024

প্রতি বছরের ন্যায় পল্লীশ্রী পিকেএসএফ-এর সহায়তায় এবছরও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।চলতি বছরের পল্লীশ্রী’র পক্ষ হতে ১৬ জন শিক্ষার্থীর তালিকা পিকেএসএফ-এ প্রেরণ করা হলে পিকেএসএফ তাদের মধ্য হতে ৮ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদানের জন্য অনুমোদন প্রদান করেন। এরই ধারাবাহীকতায় গত ২৭ জুলাই ২০২৩ ইং তারিখে পল্লীশ্রী প্রধান কার্যালয়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তির চেক হস্তান্তর করা হয়। চেক হস্তান্তর কালীন সময় পল্লীশ্রী’র চেয়ারপার্সন তসলিমা বেগমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব গোলাম নবী দুলাল সাধারণ সম্পাদক, প্রেসক্লাব, দিনাজপুর।

প্রথম দফায় ৮জন শিক্ষার্থীকে ১২ হাজার করে মোট ৯৬ হাজার টাকার শিক্ষা বৃত্তির চেক প্রদান করতে গিয়ে বলেন, নিজেদের প্রতিষ্ঠিত করতে হলে পল্লীশ্রী’র এই শিক্ষা বৃত্তির অর্থ যথেষ্ট অবদান রাখবে। পড়াশুনার পাশাপাশি তোমাদের নৈতিক শিক্ষা, খেলাধুল ও সাংস্কৃতিক চর্চা করতে হবে। দেশ এগিয়ে যাচ্ছে, তোমাদেরও এগিয়ে যেতে হবে সামাজিক ও মানবিক মূল্যবোধ তৈরীর মাধ্যমে। মোবাইলের নেশায় আসক্ত না হয়ে সত্যিকারের মানুষ হিসেবে সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, তোমাদের মা-বাবা ও শিক্ষকদের সম্মান করতে পারলে তাদের দোয়ায় তোমাদেরকে অনেক উপরে নিয়ে যাবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস চেয়ারপার্সন খুরশীদা বেগম, সাধারন সম্পাদক মোছাঃ জোৎস্না বেগম, কোষাধ্যক্ষ সুভাষ পিটার। সকল বক্তারাই শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আগামীতে তোমাদেরকে মনিটরিং এর মধ্যে রাখা হবে যে তোমরা কে কিভাবে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারছ। সভায় স্বাগত বক্তব্য রাখেন জনাব সৈয়দ মোস্তফা কামাল- প্রোগ্রাম ম্যানেজার- ঋণ ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচী সমন্বয়কারী ও শুভেচ্ছা বক্তব্য রাখেন জনাব শামসুন নাহার- ম্যানেজার, জেন্ডার জাস্টিস। সঞ্চালকের দায়িত্ব পালন করেন সমৃদ্ধি কর্মসূচীর সমন্বয়কারী মোঃ রেজাউল করিম ও মাহফুজা নাজনিন। শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সরব উপস্থিতিতে কার্যক্রমটি বাস্তবায়ন করা হয়। সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন ঋণ ও আয় বৃদ্ধিমূলক কর্মসূচী সমন্বয়কারী মোঃ আসলাম শেখ।

Comments