পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচী রাজারামপুর ইউনিয়ন এলাকায় আজ ৭মার্চ ২০২৪ ইং তারিখে পূণর্ভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ প্রাঙ্গনে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনা করেন ডাঃ বিপুল চন্দ্র রায় এমবিবিএস বিসিএস (স্বাস্থ্য) অর্থোপেডিক্স বিশেষজ্ঞ সার্জন ও লেকচারার, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর ও ডাঃ শীতল চন্দ্র পাহান এমবিবিএস ডিএলও ( ইএনটি) বিএসএমএমইউ, নাক,কান,গলা,বিশেষজ্ঞ সার্জন এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল দিনাজপুর। এসময়ে ক্যাম্প পরির্দশনে আসেন জনাব নূরুল ইসলাম পিএইচডি সাবেক সচিব ধর্ম মন্ত্রানালয়। আর-ও উপস্থিত ছিলেন রাজারামপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মুকুল চন্দ্র রায় ও জনাব মোঃ আবুবকর সিদ্দিক অধ্যক্ষ পূর্ণভবা টেকনিক্যাল এন্ড বিএম কলেজ। ডাক্তরগন ২৬৬ জন রোগীকে বিনামুল্যে চিকিৎসা পত্রসহ ঔষধ বিতরণ করা হয়।