+8802589924917 | +8801713491000 pollisree@yahoo.com

পিকেএসএফ এর সহযোগীতায় পল্লীশ্রী সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান এঁর শাহাদত বার্ষিকী-২০২২ উপলক্ষ্যে বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা ক্যাম্প, সমৃদ্ধি কেন্দ্রঘর এর শুভ উদ্বোধন, শিক্ষাবৃত্তি প্রদান ও বৃক্ষ রোপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোছাঃ আফছানা কাওছার-উপজেলা নির্বাহী অফিসার, বিরল, দিনাজপুর, সভা প্রধান জনাব শামিম আরা বেগম- নির্বাহী পরিচালক, পল্লীশ্রী ও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আরিফ ইকবাল- উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার, মুকুল চন্দ্র- চেয়ারম্যান, ১২ নং রাজারামপুর ইউনিয়ন, মোঃ আব্দুস সামাদ- শিক্ষা অনুরাগী ও অন্যান্য অতিথিবৃন্দ।