+8802589924917 | +8801713491000 pollisree@yahoo.com

পল্লীশ্রী 

বালুবাড়ী, দিনাজপুর 

ফোনঃ ০৫৩১-৬৫৭১৯ 

মোবাইলঃ ০১৭৩০-০২৫৪৮৯, ০১৭৮৬-৭২৯২৫১ 

Email: pollisree@yahoo.com

 

ভূমিকাঃ 

মানব সম্পদ উন্নয়নে প্রশিক্ষণ অনস্বীকার্য একটি জনগুরুত্ব পূর্ণ অংশ কর্মসূচী বাস্তবায়নে প্রয়োজন দক্ষ সংগঠিত কর্মী বাহিনীর পল্লীশ্রীর প্রশিক্ষণ কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো, দক্ষ কর্মী বাহিনী গড়ে তোলা, সহযোগী সংস্থার সংগঠনিক বিকাশ উন্নয়ন অংশিদার পর্যায়ে প্রাতিষ্ঠানিক কাঠামো উন্নয়ন সম্পদের সুষম ব্যবহার নিশ্চিত করা প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে পল্লীশ্রী দুই ধরনের প্রশিক্ষণ পরিচালনা করে 

. মানব সম্পদ উন্নয়ন প্রশিক্ষণ 

. দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ 

প্রশিক্ষণ কার্যক্রমকে সময় উপযোগী এবং প্রকৃত চাহিদা অনুযায়ী প্রশিক্ষন পরিচালনা করতে পল্লীশ্রী বিভিন্ন ধরনের আধুনিক প্রশিক্ষণ উপকরন সহ মডিউল প্রনয়ন করে প্রশিক্ষণ মডিউল প্রনয়নের ক্ষেত্রে পল্লীশ্রী প্রশিক্ষণ সেলের সদস্যগণ, সহায়কগণ নিজেদের জ্ঞান দক্ষতা উন্নয়নে বিভিন্ন ধরনের কর্মশালার আয়োজন সহ জাতীয় আন্তর্জাতিক প্রশিক্ষন গ্রহন করে থাকে 

প্রশিক্ষণ মডিউল সমুহঃ 

মানবিক উন্নয়নঃ 

  1. রুপান্তরিত নেতৃত্ব প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  2. পারিবারকি সহিংসতা প্রতিরোধ প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  3. নারী নির্যাতন প্রতিরোধ প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  4. শান্তি, জেন্ডার ও মানবাধিকার প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  5. অহিংস প্রক্রিয়ায় দ্বদ্ব রুপান্তর প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  6. প্রশিক্ষক প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  7. ফ্যাসিলিটেশন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  8. জেন্ডার ও ঊন্নয়ন প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  9. সহিংসতা প্রতিরোধ ও সালিশ ব্যবস্থাপনা প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  10. মানবাধিকার ও সুশাসন প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  11. আচরন পরির্বতন যোগাযোগ প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  12. জেন্ডার, জেন্ডার সমতা এবং লিঙ্গিয় জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)
  13. যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  14. এডভোকেসী, নেতৃত্ব এবং নিগোসিয়েশন দক্ষতা বৃদ্ধিমুলক প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  15. কোভিড ১৯ সংক্তান্ত অপবাদ ও বৈষম্য এবং প্রতিরোধে করনীয় বিষয়ক প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  16. কাউন্সিলিং প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  17. নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ বিষয়ক প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।

 

দক্ষতা উন্নয়নঃ 

  1. খাদ্য প্রক্রিয়াজাত করণ প্রশিক্ষণ (তিন থেকে পাঁচ দিন)।
  2. চানাচুর তৈরী প্রশিক্ষণ (তিন দিন)।
  3. মিষ্টি তৈরী প্রশিক্ষণ (তিন দিন)।
  4. আচার তৈরী প্রশিক্ষণ (তিন দিন)।
  5. দই তৈরী প্রশিক্ষণ (তিন দিন)।
  6. গবাদি পশু পালন প্রশিক্ষণ (গাভী পালন, ছাগল পালন, হাস মুরগী পালন, গরু মোটা তাজা করন)
  7. ঠোঙ্গা ও শপিং ব্যাগ তৈরী প্রশিক্ষণ (তিন দিন)।
  8. ব্লক- বাটিক প্রশিক্ষণ (তিন দিন)।
  9. দর্জি প্রশিক্ষণ (পনের দিন হতে তিন মাস)।
  10. উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ (তিন দিন)।
  11. বসত ভিটায় শবজী চাষ প্রশিক্ষণ (তিন দিন)।
  12. নার্সারী উন্নয়ন প্রশিক্ষণ (তিন দিন)।

 বিশেষত্বঃ 

  1. একজন সুযোগ্য ম্যানেজারের তত্ত¡াবধানে ব্যবস্থাপনায় পল্লীশ্রীর ট্রেনিং ইউনিট এবং ট্রেনিং কম্পেক্স পরিচালিত হয় 
  2. ট্রেনিং প্রাপ্ত সহায়ক কর্মী বাহিনী আছে।
  3. একই কমপ্লেক্সে প্রশিক্ষণ ও আবাসন ব্যবস্থা আছে।
  4. প্রশিক্ষন পরিচালনার জন্য আধুনিক বিভিন্ন সাপোর্ট রয়েছে।
  5. স্বল্প ব্যয়ে থাকা ও রুচি সম্মত খাওয়ার ব্যবস্থা আছে।
  6. আধুনিক সকল সুবিধা সহ নির্মল ও নিরাপদ প্রাকৃতিক পরিবেশ।
  7. অবসরে প্রাচীন ও ঐতিহাসিক নিদর্শন সমূহ দর্শনের সুবিধা রয়েছে।
  8. কোলাহল মুক্ত ও দুষনমুক্ত পরিবেশে ঘুরে বেড়ানোর সুবিধা রয়েছে।
  9. দেশের যে কোন স্থান হতে সহজ ও অবাধ যাতায়াতের সুবিধা রয়েছে।
  10. ইন্টারনেট ব্যবহারের সুবিধা আছে।

 সুযোগ সুবিধাঃ           

প্রশিক্ষণঃ

  • আধুনিক মানের প্রশিক্ষণ কক্ষ (এসি) রয়েছে
  • ১০০ জন প্রশিক্ষণার্থীদের বসার সুবিধা রয়েছে
  • দল ভিত্তিক আলোচনা করার পর্যাপ্ত জায়গা রয়েছে
  • আধুনিক প্রশিক্ষণ উপকরন ব্যবহারের সুবিধা রয়েছে

 আবাসনঃ

.         ৬০ জনের থাকার সু ব্যবস্থা আছে 

.         পর্যাপ্ত টয়লেট বাথরুম ব্যবস্থা আছে

.        নারীদের উপযোগী কক্ষ রয়েছে

.         প্রশিক্ষকের থাকার সু-ব্যবস্থা রয়েছে

অন্যান্যঃ

.         দক্ষ বাবুর্চি দ্বারা চাহিদা মোতাবেক স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন করা হয়

.        সার্বক্ষনিক সিকিউরিটি গার্ড আছে

.         সার্বক্ষনিক কেয়ার টেকার

.        জেনারেটরের সু-ব্যবস্থা আছে

.        বিনোদনের জন্য বাদ্য যন্ত্র, কালার টিভি, ম্যাগাজিন, সংবাদপত্র লাইব্রেরী

১০.       আবাসন সার্বক্ষনিক নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা আছে

 

ট্রেনিং সেন্টার ব্যবহারের শর্তাবলীঃ

  1. ট্রেনিং সেন্টারের কোন দেওয়াল বা কক্ষ অথবা তার যে কোন স্থাপনার যে কোন অংশের কোনরুপ ক্ষতিসাধন না করা
  2. ট্রেনিং সেন্টারে অবস্থানকালীন রুচি নৈতিকতা বিরোধী এবং পরিবেশ শব্দ দুষনের কোন কাজ বা আচরন না করা
  3. সকাল .৩০ মিনিটের মধ্যে নাস্তা, .০০-.০০ মিনিটের মধ্যে মধ্যাহ্ন ভোজ এবং রাত .০০ মিনিটের মধ্যে রাতের খাবরের কাজ শেষ করা
  4. অনিবার্য কারনে কোন অংশগ্রহনকারীকে সেন্টার ত্যাগ করতে হলে ম্যানেজারকে অবহিত করা
  5. যে কোন সমস্যা বা সহযোগিতার জন্য ম্যানেজারকে জানানো
  6. অংশগ্রহনকারী প্রত্যেক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্রেনিং সেন্টার কর্তৃপক্ষের নিয়ম মেনে চলার মানসিকতা থাকা।
  7. অনুষ্ঠান শেষ হবার পূর্বে যাবতীয় হিসাব ও লেনদেন সম্পন্ন করা। বিনা রশিদে কোন প্রকার অর্থ লেনদেন না করা।

ট্রেনিং সেন্টার বরাদ্দ প্রাপ্তির শর্তাবলীঃ

অনুমোদিত যে কোন সংস্থা / সংগঠন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী এবং সদস্যদের প্রশিক্ষণ, সেমিনার, সিম্পেজিয়াম ওয়ার্কশপের জন্য ট্রেনিং সেন্টারের প্রশিক্ষণ আবাসিক কক্ষ এবং অন্যান্য উপকরন কর্তৃপক্ষের ধার্যকৃত মূল্যে ব্যবহার করার জন্য ভাড়া দেওয়া হয়

ট্রেনিং সেন্টার ব্যবহারের ক্ষেত্রে কতিপয় শর্ত পালনে অঙ্গিকার করা অনুষ্ঠানের অন্তত দিন পূর্বে মোট কর্ম দিবসের সম্ভাব্য ব্যয়ের ৫০% অগ্রিম প্রদান করে ট্রেনিং সেন্টারে ব্যবহারের লিখিত অনুমতি নিতে হবে ০৩ দিন পূর্বে জানানো না হলে কর্তৃপক্ষ পরবর্তীতে সেন্টার বরদ্দ দিতে বাধ্য নহে

প্রশিক্ষণ কমপ্লেক্স এর ডরমেটরী ভাড়ার তথ্যঃ

(ভ্যাট ও ট্যাক্স  ছাড়া)

প্রশিক্ষণ কেন্দ্র -০১, সদর, দিনাজপুর